অস্ট্রেলিয়া সফরে না যাওয়ায় বড় শাস্তি পেলেন রউফ

Ahmed Ihtisham
0

 

অস্ট্রেলিয়া সফরে না যাওয়ায় বড় শাস্তি পেলেন রউফ

 স্পোর্টস ডেস্ক 
 ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম  |  অনলাইন সংস্করণ
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
অস্ট্রেলিয়া সফরে খেলতে না যাওয়ায় বড় শাস্তি পেলেন রউফ
Advertisement

পাকিস্তান ক্রিকেটে টালমাটাল অবস্থা। দলের মেন্টর হাফিজকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে পেসার হারিস রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে টেস্ট খেলতে অপারগতা প্রকাশ করে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হারিস রউফ। বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। যে কারণে বড় শাস্তিই পেলেন এই পেসার। 

Advertisement

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তি বাতিলের এই শাস্তির বিষয়টি জানায় পিসিবি। একই সঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত রউফকে বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, 'পাকিস্তানের হয়ে খেলা যেকোনো খেলোয়াড়ের জন্য চূড়ান্ত সম্মান এবং সুযোগ। মেডিকেল রিপোর্ট বা সঙ্গত কারণ ছাড়া পাকিস্তানের টেস্ট দলে থাকতে অস্বীকার করা কেন্দ্রীয় চুক্তির বিধি লঙ্ঘন।'

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের সেই টেস্ট সিরিজের দল ঘোষণার আগে রউফের সঙ্গে কথা বলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। তখন অস্ট্রেলিয়ায় যেতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। সে সময়ে পরে বিগ ব্যাশে খেলেন এই পেসার।

পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করে পিসিবি। ৩০ জানুয়ারি রউফকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু তার জবাবে সন্তুষ্ট হয়নি ম্যানেজমেন্ট। শুনানি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে গত ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় পিসিবি।

আরও পড়ুন: সাকিবে মুগ্ধ নিশাম

অস্ট্রেলিয়া সিরিজে অনুপস্থিত ছিলেন সিমার নাসিম শাহও। নিয়মিত দুই পেসারের অনুপস্থিতি ভালোই ভোগায় পাকিস্তান দলকে। শেষ পর্যন্ত সিরিজে ধবল ধোলাই হন শাহিন আফ্রিদিরা। 

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময় চলছিল ২০২৩-২৪ মৌসুমের বিগ ব্যাশ। সেই সময় মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ খেলেন রউফ। ৪ ম্যাচে ৮ ইকোনমিতে নেন ৬ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১ টেস্ট, ৩৭ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি খেলেন রউফ। ১০৪ ম্যাচের ক্যারিয়ারে নেন ১৬০ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেন ৯০ উইকেট।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top