গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৪০

Ahmed Ihtisham
0


গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৪০

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে কয়েকটি আবাসিক এলাকায় ইসরাইয়েলি বিমান হামলায় অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই হামলায় আরও শতাধিক আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

Loaded0.00%

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ওই হামলা হয়।

এদিকে, ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বলছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। ফলে বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, নিহত কয়েকজনের লাশ আল-আকসা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ইসরায়েলি অভিযানের ফলে আশেপাশের এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, আল-আকসা শহীদ হাসপাতাল এখন হাজার হাজার আহত, অসুস্থ ও বাস্তুচ্যুত লোকে ঠাসা।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top