নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই

Ahmed Ihtisham
0

 

নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই

সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংসদকে জানিয়েছেন, দেশের নতুন শিক্ষা পদ্ধতিতে মেধাবী একটি জাতি তৈরি হবে। নতুন শিক্ষাব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তবে নতুন পদ্ধতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার বিষয়ে শিক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। 

Loaded13.25%

গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাব্যবস্থা মূলত নতুন শিক্ষাক্রমের ওপর ভিত্তি করে পরিচালিত, যা আমাদের আগামী প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লব, বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং মধ্যআয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের পথকে সুগম করবে।

চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, সরকার গত ১৫ বছরে ৮২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করেছে।

নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী জানান, জেএসসি ও পিএসসি সমাপনী পরীক্ষা আবার চালু করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top