মধ্য গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০

Ahmed Ihtisham
0

 

মধ্য গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০

মধ্য গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০ - সংগৃহীত



ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডের মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো ১০০ জন। হতাহতদের বেশিভাগই নারী ও শিশু।

Loaded3.97%

শুক্রবার গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে এ কথা জানিয়েছে কাতার-ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

গাজার মিডিয়া অফিস বলেছে, ‘আমরা মার্কিন প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরাইলকে চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরাইলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের কাছে আহ্বান জানাই।’

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বুধবার বলেছেন, গাজার পরিস্থিতি অমানবিক। একইসাথে তিনি ফিলিস্তিনি অঞ্চলকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।

এক মিডিয়া ব্রিফিংয়ে টেড্রস আধানম গেব্রিয়াসিস বলেছেন, গাজার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি অমানবিক এবং তা আরো খারাপের দিকেই যাচ্ছে।

তিনি আরো বলেছেন, গাজা একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top