নিজেকে প্রস্তুত রাখছেন মারুফ

সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপে বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন মারুফ মৃধা। আসরে বাংলাদেশ দল সুপার সিক্স থেকে বিদায় নিলেও, বল হাতে তিনি নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন মারুফ। সবমিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি ৯ উইকেট শিকার করেন।
বিজ্ঞাপন
বর্তমানে কোনো খেলা না থাকায় নিজ এলাকা মুন্সিগঞ্জে অবস্থান করছেন মারুফ। তবে খেলা না থাকলেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন। আগামী মাসেই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর সেই ডিপিএলে খেলবেন মারুফও, ইতোমধ্যে এই তরুণ পেসার দলও পেয়েছেন।
নিজেকে ফিট রাখার বিষয় নিয়ে ঢাকা পোস্টকে মারুফ বলছিলেন, ‘সামনে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, সেভাবেই কাজ করতেছি। কিভাবে নিজেকে আরও ফিট রাখা যায়। ফিটনেসের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করতেছি। কিভাবে লিগে ভালো করা যায় সেই চিন্তাই করতেছি। অনুশীলন চালিয়ে যাচ্ছি নিয়মিত।’
ভারতের বিপক্ষে হার দিয়ে এবারের যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচটিতে ৫ উইকেট পেলেও, ম্যাচ জিততে না পারার আফসোস মারুফের, ‘ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ ছিল বিশ্বকাপে, আলহামদুলিল্লাহ আমি ৫ উইকেট পাইছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। স্যাররা যে প্ল্যানিং দিয়েছিল কিভাবে বোলিং আরো ভালো করা যায়, সেই অনুযায়ীই কাজ করেছিলাম। বোলিংয়ে আমরা সফল ছিলাম বলব। ফাইফার পেয়ে ভালো লেগেছিল, তবে দিন শেষে দলই সবকিছু। জিততে পারলে অনেক বেশি ভালো লাগতো।’
বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশের। তবে ৫ রানের পরাজয় যুব টাইগারদের সেই স্বপ্ন গুড়েবালি করে দেয়। ওই প্রসঙ্গ উঠলে মারুফ জানান— সেই ম্যাচের কথা মনে পড়লে আজও মনটা খারাপ হয়ে যায়।