বেইলি রোডে আগুন: পুলিশের মামলা, গ্রেপ্তার ৩

Ahmed Ihtisham
0

 

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগে এ মামলা দায়ের করেছে।

baily fire 1বেইলি রোডে বহুতল ভবনে বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৬ জনের

Loaded4.18%
Remaining Time 11:02

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারি কমিশনার সালমান ফার্সী । তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের মামলায় গ্রেপ্তার এবং আদালতে পাঠানো হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার জানান, নিহতদের কারো পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ বা মামলা না করায় পুলিশই বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আবু আনসার আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে দেখা হবে।

গ্রেপ্তার তিনজন হচ্ছেন, কাচ্চি ভাই নামের বিরিয়ানি রেস্তোরার ম্যানেজার জয়নুদ্দিন জিসান এবং চুমুক নামের একটি খাবারের দোকানের দুই মালিক শফিকুর রহমান ও আনোয়ারুল হক।

এর আগে শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো, আগুনের ঘটনায় ভবনটিতে থাকা দুটি খাবারের দোকানের মালিক-ম্যানেজার তিনজনকে আটক করা হয়েছে।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় আগুন লাগে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও ১২ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছিল অন্তত ৭৫ জনকে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ নারী ও ৮ শিশু রয়েছে। তাদের মধ্যে ৪০ জনের মরদেহ পরিবা ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top