নিজেদের ভালো করতে গিয়ে ফের পয়েন্ট হারাল পিএসজি

Ahmed Ihtisham
0

 

ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদের সঙ্গে নাকি চুক্তি করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। এই খবরের সত্যতা বোঝা যায় সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি কোচ লুইস এনরিকের পরিকল্পনায়। কিছুদিন ধরে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট মাঠে রাখা হচ্ছে না।

monaco vs psgআক্রমণে তারকা ফরওয়ার্ড

Loaded18.06%
Remaining Time 10:06

শুরুর একাদশে থাকলেও ম্যাচের মাঝপথে এমবাপ্পেকে তুলে নিচ্ছেন এনরিকে। কিছু ম্যাচে আবার বিরতির পর এই ফরওয়ার্ডকে মাঠে নামাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এনরিকে। সম্প্রতি জানিয়েছেন, এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত করার লক্ষ্যেই এমন পরিকল্পনা তার।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচেও একই তত্ত্ব ব্যবহার করেছেন এনরিকে। মোনাকোর বিপক্ষে এদিন পুরো ৯০ মিনিট এমবাপ্পেকে খেলাননি এই স্প্যানিশ কোচ। সেটা অবশ্য গত আসরের শিরোপাধারীদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারেনি। গোলশূন্য ড্র করে ফিরেছে তারা।

ম্যাচে বিরতির পর আর মাঠে নামা হয়নি এমবাপ্পের। বদলি হলেও সতীর্থদের সঙ্গে সাইড বেঞ্চে বসতে দেখা যায়নি কাতার বিশ্বকাপের সেরা গোলদাতাকে। টানেল দিয়ে হেঁটে সোজা গ্যারারিতে গিয়ে মায়ের পাশে বসেছেন তিনি।

এমবাপ্পে ছাড়া পিএসজিকে কেমন ভুগতে হবে সেটা মোনাকোর বিপক্ষে ম্যাচে আরও একবার প্রমাণ হলো। প্রতিপক্ষের মাঠে এদিন পিএসজির সঙ্গে আক্রমণে পাল্লা দিয়েছে স্বাগতিকরা। দুই দলই প্রতিপক্ষের গোলপোস্টে ১৪টি করে শট নিয়েছে। এর মধ্যে সাতটি শট লক্ষ্যে রাখতে পারলেও গোলের দেখা পায়নি পিএসজি।

এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট ভাগ করল শীর্ষে থাকা পিএসজি। এরপরও টেবিলে বড় ব্যবধান তৈরি করেছে জায়ান্টরা। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রেস্ট। ৪২ পয়েন্ট পাওয়া মোনাকোর অবস্থান তিন নম্বরে।

ম্যাচ শেষে এমবাপ্পেকে তুলে নেওয়া প্রসঙ্গে এনরিকে বলেন, ‘এটা কেবলই আমার সিদ্ধান্ত। আমি জানতাম আগে কিংবা পরে আমাদের এমবাপ্পেকে ছাড়া খেলার অভ্যাস করতে হবে। তাই আমি দলের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top