টাইম বোমায় ভাসছে ঢাকা

Ahmed Ihtisham
0

 

টাইম বোমায় ভাসছে ঢাকা

সংবাদপত্র

ছবির উৎস,

টাইম বোমায় ভাসছে ঢাকা - দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম। বলা হচ্ছে পুরান ঢাকার নিমতলী থেকে বেইলি রোড। ট্র্যাজেডি আসে, ট্র্যাজেডি যায়। মৃত্যু আর আহাজারিতে ভারী হয় ঢাকার বাতাস। এসব দুর্ঘটনার পুনরাবৃত্তির মূলে রয়েছে নগরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা।

মানুষের সুরক্ষার কথা চিন্তা না করে শহরে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা।এসব ভবন হয়ে উঠেছে অনেকটা টাইম বোম। কোনো কোনো ভবনের নিচে বা উপরে আছে বিভিন্ন পণ্যের দোকান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন মানবজমিনকে বলেন, আমরা মানুষকে সচেতন করার জন্য যা যা করার দরকার তাই করি। রাজউক, সিটি করপোরেশন, তিতাস যে যার যার ক্ষেত্রে দায়িত্ব পালন করলে আর আমরা সচেতন হলে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারি।

রাজধানীর ৯০ শতাংশ ভবন অগ্নিঝুঁকিতে – দৈনিক সংবাদের প্রধান শিরোনাম এটি। বলা হচ্ছে নিমতলী, চূড়িহাট্টা, এফআর টাওয়ার, আরমানিটোলা, নিউমার্কেট, মগবাজার বিস্ফোরণ, গুলিস্তান ট্র্যাজেডিসহ একের পর এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজধানীতে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডি।

এসব প্রতিটি ট্র্যাজেডির পরেই সংশ্লিষ্ট সবারই উচ্চকণ্ঠে শোনা গেছে ঝুঁকিমুক্ত শহর গড়ার প্রতিশ্রুতি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে জানানো হয় কতবার তারা চিঠি দিয়ে সতর্ক করেছিল ভবন মালিককে। কিন্তু চিঠি দেয়ার পরেও কেন অগ্নিঝুঁকিমুক্ত করা গেল না ভবনটিকে সেই প্রশ্নের উত্তর যেন কারো কাছেই নেই।

ফায়ার সার্ভিসের চালানো একটি সমীক্ষা বলছে, রাজধানীর ৯০ শতাংশ ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ প্রায় ২৩ শতাংশ ভবন। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রতিটি ঘটনার পেছনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের গাফিলতি রয়েছে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top