ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
- by নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোহাম্মদ শহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারা রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘড়ির কাঁটা ১২টা বাজার সাত মিনিট আগে শহীদ মিনারে পৌঁছান। রাষ্ট্রপতি শহাবুদ্দিন পৌঁছান ১২টা বাজার তিন মিনিট আগে।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি?"’ গানের ধ্বনিতে তারা ধীরে ধীরে মঞ্চের দিকে অগ্রসর হন।
রাষ্ট্রপতি শহাবুদ্দিন প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপরেই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।
তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিদেশী কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে শহীদ মিনারে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এস.এম মাকসুদ কামাল স্বাগত জানান।
বিরোধী দলীয় নেতা জিএম কাদেরও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, র্যাব, বিজিবি, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জনসাধারণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়।